ঢাকা: আগে দল ঢেলে সাজবে পরে সরকারবিরোধী আন্দোলন।আর সেই বিষয়টিই আভাসে-ইঙ্গিতে সোমবার রাতে দলের সিনিয়র নেতাদের জানিয়ে দিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আসন্ন ঈদ-উল-ফিতরের পর দল গোছানো নিয়ে পুরোদমে মাঠে নামতে চাইছে বিএনপি।দীর্ঘ দিন পর দলের সিনিয়র নেতাদের নিয়ে সোমবার রাতের বৈঠকে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
তবে এটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে যে, বিগত আন্দোলনে গা ঢাকা দেয়া বিএনপি নেতারা তাদের পদ-পদবি আর ধরে রাখতে পারছেন না।এর পাশাপাশি নানামুখি চাপে থাকার পরও আন্দোলনের মাঠে সক্রিয় নেতাদের কপাল খুলতে যাচ্ছে।
দীর্ঘদিন পর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে খালেদার আভাস-ইঙ্গিত নিয়ে বিএনপির ভেতরে নানামুখী আলোচনা শুরু হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, শীর্ষ নেতাদের উদ্দেশে খালেদা বলেন, আন্দোলনের সময় কারা মাঠে ছিলেন, দলের জন্য কাজ করেছেন সে তথ্য আমার কাছে আছে। আর কারা গা ঢাকা দিয়েছিলেন তাও জানা আছে। ঈদের পর দল পুনর্গঠনের সময় এসব বিবেচনা করা হবে।
গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। ওইদিন থেকে টানা অবরোধের কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। দেশজুড়ে শুরু হয় ধরপাকড়, চলে সহিংসতা। পরবর্তী সময়ে ৬ এপ্রিল আদালত থেকে জামিন নিয়ে খালেদা জিয়া বাসায় ফেরার পর বন্ধ হয়ে যায় অবরোধ।
যদিও এর আগেই এ কর্মসূচি অকার্যকর হয়ে পড়ে। তবে এরপর এতদিনেও দল বা জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার কোনো বৈঠক হয়নি।
সে কারণে এজেন্ডা প্রকাশ না করলেও সোমবারের বৈঠক নিয়ে সবার বেশ আগ্রহ ছিল। যদিও বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “ওমরা পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদের পর দল পুনর্গঠনের কাজ পুরোদমে শুরু হবে। মামলা-হামলায় ক্ষতিগ্রস্ত তৃণমূল নেতাদের পাশে সিনিয়র নেতাদের দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন। কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ এলাকায় গিয়ে গণসংযোগ করার পাশাপাশি যারা জেলে আছেন তাদের পরিবারের খোঁজখবর নিতে বলা হয়েছে।”
তবে বৈঠক সূত্রে জানা যায়, খালেদা জিয়া নেতাদের ঈদের পর দল পুনর্গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। আর এক্ষেত্রে নেতারা যেন দলের স্বার্থে সুচিন্তিত মতামত দেন সে কথাও বলেছেন। যেকোনো মূল্যে দলের ঐক্য ধরে রাখতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্যও বলেছেন।
এছাড়াও খালেদা জিয়া বিগত আন্দোলনে যেসব নেতা মাঠে ছিলেন দলের পক্ষ থেকে তাদের মূল্যায়ন করা হবে বলেও জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমসকে বলেন, “মূলত ঈদের পরে দল গোছানোর বিষয়ে ম্যাডাম (খালেদা জিয়া) কথা বলেছেন। এক্ষেত্রে নানামুখি চাপ উপেক্ষা করে যেসব নেতা মাঠে ছিলেন তাদের মূল্যায়ন করার কথাও বলেছেন। আর নিজে থেকেই নিষ্ক্রিয় ছিলেন তাদের ব্যাপারেও তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।”
তিনি আরো বলেন, “ঈদে কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ এলাকায় যাওয়ার জন্য বলা হয়েছে। গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তা করার জন্যও বলেছেন।”
বৈঠকের বিষয় জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ঢাকাটাইমসকে বলেন, “সংবাদ সম্মেলনের বাইরে খুব বেশি বৈঠক নিয়ে বলার নেই। তবে ঈদের পর দল পুনর্গঠনের কাজ শুরু হবে। এর আগে আবারও বৈঠক করে বিস্তারিত আলোচনা হবে। সেক্ষেত্রে যারা দলের জন্য জেল, জুলুম উপেক্ষা করে কাজ করেছেন চেয়ারপারসনের তাদের মূল্যায়ন করার কথা বলেছেন।”
(ঢাকাটাইমস/৮জুলাই/বিইউ/জেবি/এআর/ ঘ.)