logo ২৫ এপ্রিল ২০২৫
সাকার দলীয় পদ নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুলাই, ২০১৫ ১৯:৪৫:৫০
image

ঢাকা: আপিল বিভাগের রায়ের ফাঁসি বহাল থাকার পর সালাহউদ্দিন কাদের চৌধুরী কোনো রাজনৈতিক দলের সদস্য থাকতে পারেন কিনা তা নেয় প্রশ্ন উঠেছে।


বিএনপির গঠনতন্ত্রেই বলা আছে- বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কেউ কাজ করলে দলের সদস্য থাকতে পারেন না। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন- আপিল বিভাগের রায়েই প্রমাণ হয়েছে তিনি স্বাধীনতা বিরোধী। তাই বিএনপির উচিত তাকে দল থেকে এখনই বহিষ্কার করা।


তবে বিএনপি নেতা জমির উদ্দিন সরকার বলছেন, সালাহউ্দ্দিন কাদের চৌধুরী অপরাধী কিনা তা জানতে আরও আইনি ধাপ রয়ে গেছে। রায় পর্যালোচনায় আবেদন করবো আমরা। আমাদের বিশ্বাস রিভিউতে সালাহউদ্দিন খালাস পাবেন।


মানবতাবিরোধী অপরাধে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হওয়ার পরপরই দলের স্থায়ী কমিটিতে তাকে রাখা নিয়ে প্রশ্ন ওঠে।


আগামী জাতীয় সম্মেলনে তাকে বাদ দেয়ার কথাও উঠেছে বিএনপিতে। তবে এই নেতার প্রভাব বিবেচনায় বিষয়টি নিয়ে খোলাখুলি কিছু বলতে চান না দলের নেতারা। 


বিএনপির গঠনতন্ত্রে বলা আছে- ‘বাংলাদেশের স্বাধীনতায়, সার্বভোমত্ব ও অখন্ডতার বিরোধী, গোপন সশস্ত্র রাজনীতিতে বিশ্বাসী সক্রিয়ভাবে সংশ্লিষ্ট কোন ব্যক্তি বা সমাজবিরোধী ও গণবিরোধী কোন ব্যক্তিকে এই সংগঠনের সদস্য পদ দেয়া হবে না।’


এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিএনপির গঠনতন্ত্রে পরিষ্কার বলা আছে- স্বাধীনতাবিরোধী হলে সে সদস্য পদ পেতে পারে না। আর সর্বোচ্চ আদালতের রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বাধীনতা বিরোধীতার বিষয়টি প্রমাণ হয়েছে। এখন দলটির গঠনতন্ত্র অনুযায়ী তার সদস্য পদ থাকতে পারে না।’ তিনি বলেন, ‘বিএনপি যদি গঠনতন্ত্র মেনে থাকে তাহলে এখনই তাদের পদক্ষেপ নেয়া উচিত।’


মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর। বুধবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগ তার বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করেন।


এ রায়ে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনা ২৩ অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয় এবং ৪টি অভিযোগে বিএনপির এই দাপুটে নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে ৯টি অভিযোগ প্রমাণিত হয়।আপিলে সাত নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।


বিএনপির র্শীষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাকা চৌধুরী চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হলে বিএনপি বিষয়টি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাবে।


দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ফাইনালিটি অব জাজমেন্ট না হওয়া পর্যন্ত তিনি দলের সদস্য পদে থাকবেন।’


ফাইনালিটি অব জাজমেন্ট বলতে আপনি কি বুঝিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও রিভিউ এবং রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি বাকি আছে। সকল প্রক্রিয়া শেষ হলেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো আমরা।’


এ বিষয়ে জানতে চাইলে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এ বিষয়ে দলীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে। আমি কিছু বলবো না।’   


এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেন, চূড়ান্ত রায় না দেখে কোনো মন্তব্য করা যাবে না। এ বিষয়ে দল পরে প্রতিক্রিয়া জানাবে।


(ঢাকাটাইমস/২৯জালাই/এমএম/ এআর/ ঘ.)