গতবারের দ্বিগুণের বেশি বৃষ্টিপাত
বোরহান উদ্দিন ও ফারজানা আক্তার রত্না, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:২০:১৬

ঢাকা: এ বছর বৃষ্টিপাতের পরিমাণ গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগর থেকে সৃষ্ট জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়ে তা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই বৃষ্টিপাত বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। আরও কয়েক দিন ধরে এই ধারা অব্যাহত থাকবে।
টানা বৃষ্টিপাতের ফলে মানুষের ভোগান্তিও বেড়েই চলেছে।গত জুলাই মাস থেকেই এবার অঝর ধারার বৃষ্টি শুরু হয়েছে।
একটানা বৃষ্টি হলেই রাজধানীসহ বড় বড় শহরগুলোর রাস্তাঘাট তলিয়ে গিয়ে নাগরিক জীবনকে দুর্বিসহ করে তুলে।
এবার বৃষ্টির প্রবণতা নিয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ আরিফ হোসেন ঢাকাটাইমসকে বলেন, এবার বৃষ্টির প্রবণতা গতবারের চেয়ে বেশি। তিনি জানান, ২০১৪ সালের জুলাই মাসে সারাদেশে মোট বৃষ্টিপাত ছিল ১১,৮১০ মিলিমিটার। আর চলতি বছরের জুলাইয়ে রেকর্ডকৃত মোট বৃষ্টিপাতের পরিমাণ ২৯,২৮১ মিলিমিটার। যা গত বছরের তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি।
এবছর আগস্টে বৃষ্টিপাতের পরিমাণও প্রায় কাছাকাছি। ২০১৪ সালের আগস্টের মোট বৃষ্টিপাত ছিল ১৪,৭৪৫ মিলিমিটার এবং চলতি বছর আগস্টের মোট বৃষ্টিপাত হয় ১৫,২৩১ মিলিমিটার।
সেপ্টেম্বর মাসটা শুরুই হয়েছে মুষলধারে বৃষ্টিপাত নিয়ে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার পর থেকে রাজধানীতে মুষলধারে বর্ষণ হয়। মোট বৃষ্টিপাত ৪০ মিলিমিটার রেকর্ড করা হয়। এদিকে আজ বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আরও সাত দিন বৃষ্টিপাত থাকবে।
অতিবর্ষণের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক আমানত উল্লাহ খান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়ে তা বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ার বেশি বৃষ্টি হচ্ছে। আবার কখনো থেমেও যাচ্ছে। এটা মিয়ানমারের ওপর দিয়েও যাচ্ছে। ”
জলবায়ু পরিবর্তনের জন্য বেশি বৃষ্টি হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “আমি ওই দিকে যাবো না। তবে অতিবৃষ্টির কারণে রাজধানীজুড়ে যে দুর্ভোগ দেখা দিয়েছে এর জন্য আমরা নিজেরাই দায়ী।”
আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অধিদপ্তরের মনিটরিং ডিভাইস বাড়ানোর পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এফআর/বিইউ/এআর)