ঢাকা: ঢাকার অদূরে সাভার এলাকা থেকে মিশর প্রবাসী মিজানুর রহমান ও তার দশম শ্রেণী পড়–য়া স্কুল ছাত্র শ্যালক মো. আবু তালেব লালন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা খুইয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অচেতন হওয়া মিজানুর রহমানের মামা মো. রুহুল আমিন বলেন, গত তিনমাস আগে সে মিশর থেকে বাংলাদেশে আসে। মঙ্গলবার দুপুর ১২ টায় সাভার শ্রীপুর থেকে রাজধানীর ফকিরাপুল জাবের ট্রাভেলস এজেন্সিতে আসেন টাকা নেয়ার জন্য। এরপর সেখান থেকে তারা দুই লাখ টাকা নিয়ে বাসার উদ্দেশে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। পরে সাভার বাসস্ট্যান্ড থেকে তাদের দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে আশুলিয়া জামগড়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অচেতন মো. আবু তালেব লালন সাভারের হাসান মিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তারা দুইজনেই সাভারের শ্রীপুর গ্রামে বসবাস করেন।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এএ/এমএন)