ঢাকা : রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে অপহৃত দুই শিশুকে টঙ্গি থেকে উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার বিকালের এ ঘটনায় নারীসহ দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- মোছা. মারুফা খানম ও মো. আমজাদ হোসেন।
র্যাব-১ এর এএসপি মোহাম্মদ ফজলে এলাহী জানান, গত ১৪ সেপ্টেম্বর দক্ষিণখান এলাকা থেকে কাজী সুলতানের তিন বছরের ছেলে প্রহরকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তারা প্রহরের বাবার কাছে বিকাশের মাধ্যমে মুক্তিপণ চায়। পরে কাজী সুলতান র্যাবে অভিযোগ করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টঙ্গি রেল স্টেশন থেকে প্রহরকে উদ্ধার করা হয়। এ সময় জিলানী নামে আরও এক শিশুকে উদ্ধার করে র্যাব সদস্যরা।
তিনি আরও জানান, ওই এলাকায় অভিযান চালিয়ে মারুফা ও আমজাদকেও আটক করা হয়। এ ঘটনায় তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এএ/এমএন)