logo ১৬ মে ২০২৫
মেডিকেলের প্রশ্ন ফাঁস: কোটি টাকার চেকসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৫ ১২:২৩:৩৮
image

ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে মডেল প্রশ্নপত্র, উত্তরপসহ এক কোটি ২১ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।


মঙ্গলবার রাতে মহাখালীর ডিওএইচএস থেকে আটক করা হয় তাদের। এদের মধ্যে জসিম উদ্দিন ও শোভন নামের এক চিকিৎসকের নাম জানা গেছে।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. মাকসুদুল আলম জানান, আটকদের মধ্যে জসিম উদ্দিন নামের একজন রয়েছেন, তিনি এ চক্রের মূল হোতা। আটক সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আগামী শুক্রবার রাজধানীসহ সারাদেশের ২৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক মোট ৮৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।


সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সেও এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের এ পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিদ্যা ৩০, ইংরেজি ১৫ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।


রাজধানীতে নতুন অনুমোদনপ্রাপ্ত মুগদা মেডিকেল কলেজের ৫০টি আসনসহ মোট ২৪টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৭৪৪টি।


(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমএন)