কমলাপুরে টিকিট কালোবাজারি: আটক ৫
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ সেপ্টেম্বর, ২০১৫ ১২:২০:১৬
ঢাকা: কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট কালোবাজারির অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নাম পরিচয় জানা যায়নি।
র্যাব-৩-এর অপারেশন অফিসার ইয়াসিন আরাফাত জানান, আটক পাঁচজনের কাছ থেকে ২৭টি টিকেট ও টিকেট বিক্রির দুই লাখ তিন হাজার টাকা পাওয়া গেছে।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে সাজা দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে গতকালও তিন কালোবাজারিকে আটক করে রেল পুলিশ। তাদের কাছে ১৭টি টিকিট পাওয়া গেছে।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এমএন)