logo ১৫ মে ২০২৫
সংসদ ভবন এলাকা থেকে গরুর ট্রাক ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৫ ০৮:২৩:৫৩
image

ঢাকা: রাজধানীতের জাতীয় সংসদ ভবন এলাকা থেকে গরুসহ একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।


শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রযেছে। আহতরা হলেন, সুজা, আঞ্জিমুল, ঠান্ডু ও মাসুম।


ট্রাকটিতে ১৬টি গরু ছিলো বলে আহতরা জানিয়েছে। পুলিশ ঘটনায় জড়িত ট্রাকচালক মো. সুজনকে রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে আটক করেছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে সাতটার সময় যশোর থেকে একটি ট্রাকে করে ১৬টি গরু নিয়ে আসছিল ব্যাপারীরা। ওই সময়ে ট্রাকটি রাজধানীর সংসদ ভবনের সামনে পৌঁছামাত্র ৪/৫ জন ছিনতাইকারী একটি পিক্যাপভ্যান দিয়ে ট্রাকটির গতিরোধ করে। পরে তারা এলোপাথারী ছুরিকাঘাত করে ওই গরুর ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়।


আহতাবস্থায় চার ব্যাপরী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসেন। চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ঢামেকের কর্তব্যরত চিকিৎসক।


বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এএ/এমএন)