সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:১০:৪৪
ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
মঙ্গলবার ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় প্রথম ঘণ্টায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৬ কোটি টাকার কিছু বেশি। অন্যদিকে একই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ২৩ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি শেয়ারের।
সিএসইতে সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭৮ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ারের দর।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এমআর)