logo ২১ এপ্রিল ২০২৫
বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:১২:৪৬
image



ঢাকা: পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি বেড়েছে লেনদেনও। আজ মঙ্গলবার দেশের উভয় বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে চাঙা ভাব লক্ষ্য করা গেছে।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টি কোম্পানির। আর দর কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।






ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি টাকার শেয়ার






আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৯ কোটি টাকার। যা গতকাল লেনদেন ছিল ৪৬৮ কোটি টাকার।






ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক  ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৫ পয়েন্টে।






সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। এদিন সিএসই সার্বিক সূচক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২৯ পয়েন্টে।






সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।






(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেবি)