logo ২১ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে সূচক ও লেনদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৭:৩৩
image



ঢাকা: আবারও পতনের ধারায় দেশের পুঁজিবাজার। আজ বুধবার দেশের দুই বাজারেই সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টি কোম্পানির। আর দর কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।






ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮০ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৮ পয়েন্টে।






অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭১ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি টাকার শেয়ার।






সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।






(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/জেবি)