logo ১১ জুলাই ২০২৫
ঘুম থেকে তুলে দেবে অভিনব বিছানা (ভিডিও)
ফিচার ডেস্ক, ঢাকটাইমস
১০ মে, ২০১৬ ১১:৪১:০১
image



ঢাকা: সকালের মিষ্টি ঘুম থেকে উঠতে অনেকেই নারাজ। অনেকে তো টেরই পান না কখন সকাল হলো। আর তাইতো সাহায্য নেন অ্যালার্ম ঘড়ির। কিন্তু অ্যালার্ম ঘড়ি আপনাকে ঘুম থেকে জাগাতে পারলেও বিছানা থেকে ওঠাতে পারে না। এই সমস্যার সমাধানে এসে গেলো মোক্ষম উপায়।






আপনাকে ঘুম থেকে তোলার দায়িত্ব বিছানার। শুনে অবাক হচ্ছেন তো? আরও অবাক হবেন যদি শোনেন এই বিছানা কিভাবে আপনার ঘুম ভাঙাবে।






ইঞ্জিনিয়ার কলিন ফুার্জ বানিয়েছেন এক অভিনব 'হাই ভোল্টেজ ইজেক্টর বেড'। রাত শেষ হয়ে ভোরের আওয়াজ যেই না কানে এল ওমনি এই বিছানা আপনাকে ছূড়ে ফেলে দেবে নিচে। অ্যালার্মের মতো এখানে 'স্নুজ' করার কোনও সুযোগ আপনি পাবেন না। ঘুম ভেঙে উঠতে বাধ্য।






ঢাকাটাইমস/১০মে/এজেড