logo ০৬ আগস্ট ২০২৫
জামাকাপড়ের দাগ তোলার নতুন প্রযুক্তি
ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
১০ মে, ২০১৬ ১৩:২৭:৫৪
image



ঢাকা: জামাকাপড় পরলে তাতে দাগ লাগবেই। সাবান পানি দিয়ে সেই দাগ তুলে ফেলা হয়। কিন্তু কিছু কিছু দাগ তোলা কঠিন। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করলেন। ভারতের গান্ধিনগরের ইনস্টিটিউট অফ প্লাজমা রিসার্চের প্র‌যুক্তিবিদেরা এক নতুন প্রযু্ক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে জামাকাপড়ের দাগ সম্পূর্ণ ভাবে তুলে ফেলা যাবে। এখানকার গবেষকদের একটি বিশেষ দল তৈরি করেছেন এক ধরনের ন্যানো পাউডার।






এই ন্যানো পাউডার কণাগুলি যদি ডিওডরেন্টের মতো কোনও অ্যালকোহল-বেসড সলিউশনে মিশিয়ে স্প্রে করা হয় পরিষ্কার জামাকাপড়ে তবে ন্যানো কণাগুলি জামার ফাইবারের মধ্যে মিশে একটা শিল্ডের মতো তৈরি হয়।






যে মুহূর্তে হলুদ-ঝোলের মতো কোনও দাগ জামায় লাগে তখন সেই জামাটিকে রোদে দু’তিন ঘণ্টা ফেলে রাখতে হবে। তবেই আপনা আপনি উবে যাবে দাগ।






এমনটাই জানিয়েছেন গবেষক দলের মুখ্য বিজ্ঞানী সি বালসুব্রহ্মণ্যম। তবে এই প্রযুক্তি বাজারে পণ্যের আকারে আসতে এখনও কিছু দেরি আছে।






ঢাকাটাইমস/১০মে/এজেড