logo ১১ জুলাই ২০২৫
দুবাইয়ে ৭৮ কোটি টাকার স্বর্ণের গাড়ি
ঢাকাটাইমস ডেস্ক
১০ মে, ২০১৬ ২২:২৮:৫০
image



ঢাকা: দুবাইয়ে চলছে বিশ্বের সব অত্যাধুনিক গাড়ির সমাহারে ‘অটোমেকানিকা দুবাই ২০১৬’ উৎসব।দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই মেলার মূল আকর্ষণ হচ্ছে ‘গডজিলা।’






ভয় পাবেন না, এই গডজিলা কোনো ভয়ঙ্কর প্রাণি নয়।গডজিলা হচ্ছে স্বর্ণখচিত নিসান আর ৩৫ জিটি-আর মডেলের একটি স্পোর্টস কার। আর এই গাড়িটি মূল্য নির্ধারণ করা হয়েছে এক মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ৭৮ কোটি ৩৭ লাখ টাকা। গাড়িটি প্রদর্শন করেছে জাপানের স্পোর্টস কার টিউন এবং কাস্টমাইজ প্রতিষ্ঠান কুহল রেসিং।






গাড়িটিতে স্বর্ণ গলিত রঙ লেগেছে ৩.৮ লিটার। এতে রয়েছে ভি৬ টুইন টারবো ৫৪৫ এইচপি ইঞ্জিন। ইঞ্জিনের শক্তি বাড়ানোর জন্য অতিরিক্ত হর্সপাওয়ার এবং টর্ক সংযুক্ত করা হয়েছে। রিইনফোর্সড বডি এবং নির্ভুল পরিচালনার জন্য এতে আরো ডায়নামিক ফিচার সংযোজন করা হয়েছে। গতি বাড়ানোর জন্য গাড়ির ইঞ্জিনে অ্যাডভান্সড প্যাডেল শিফট সিক্যুয়েন্সিয়াল ৬ স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন রয়েছে। বর্তমান বাজারে নিশান জিটি-আর সবচেয়ে আকর্ষণীয় সুপার কার। এতে ২০ স্পোক চাকা সংযোজন করা হয়েছে।  






(ঢাকাটাইমস/১০মে/এসআই)