logo ১১ জুলাই ২০২৫
খালি পেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয়
ঢাকাটাইমস ডেস্ক
১১ মে, ২০১৬ ০৯:৫২:২৩
image



ঢাকা: বিখ্যাত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে প্রায়ই বলা হয়ে থাকে, ‘রাগান্বিত অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।’ কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, খালি পেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে খাওয়ার পর। 






গবেষকরা বলেন, খাওয়ার আগে পেটে ঘ্রেলিন হরমোন নির্গত হয় এবং ক্ষুধা বাড়ায়। যা সিদ্ধান্ত এবং নিয়ন্ত্রণ ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে।     






সুইডেন গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের সাল গ্রেনেস্কা একাডেমির গবেষক ক্যারোলিনা স্কিবিকা বলেন, এই প্রথমবারের মতো আমরা দেখাতে সক্ষম হয়েছি, ঘ্রেলিন হরমোনের বৃদ্ধির মাত্রা খাবার গ্রহণের ঠিক আগে অথবা উপবাস অবস্থায় বেশি দেখা যায়। এতে মস্তিষ্ক ঝোঁকের বশে কাজ করে এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে।      






ক্ষুধার্ত অবস্থায় ঘ্রেলিন হরমোন পেটে উৎপাদিত হয়। নতুন গবেষণাটি ইঁদুরের ওপর পরিচালনা করা হয়। গবেষণায় দেখা যায়, সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য এবং নিয়ন্ত্রণ ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে।   






(ঢাকাটাইমস/১১মে/এসআই/জেবি)