বর্ষায় প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন
ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
১৮ জুলাই, ২০১৬ ১৭:৫৩:০৯

ঢাকা: বর্ষা মৌসুম চলছে। ঘরে থেকে বের হলে কখনো সখনো টিপটিপ বৃষ্টিতে ভিজে যায় চুল। ভেজা চুল সময় মত না শুকালে চুলে গন্ধ হয়। এছাড়াও চুলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। রুক্ষ ও মলিন হয়ে যায় চুল। বর্ষায় চুল পড়ার প্রবণতা বাড়ে। অতিরিক্ত আর্দ্রতায় ঘামে ভিজে চুলে পড়ে, কখনও বা বৃষ্টিতে বার বার ভিজে চুল প্রয়োজনীয় আর্দ্রতা হারায়। তাই সময় নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার, অয়েল মাসাজ ছাড়াও চুলের চাই একটু বেশি যত্ন। জেনে নিন চুলের ঘরোয় মাস্ক যা বর্ষাকালের যত্ন নিতে দারুণ উপযোগী।
এক. ৪-৫ টেবিল আমন্ড দুধ, ১-২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে গোটা চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
দুই, ২ টা ডিমের কুসুম, তৈলাক্ত চুল হলে ২টা ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ কাপ কাঁচা দুধ, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মাস্ক ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
তিন, ১ টেবিল চামচ করে ওটস, মধু ও দুধ মিশিয়ে নিন। এই মাস্ক চুলের
গোড়ায় ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চার, ৩-৪টা স্ট্রবেরি, ১ টেবিল মধু, ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন।
১৫-২০ মিনিট এই মাস্ক চুলে লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
পাঁচ, ১ টেবিল চামচ বেকিং সোডা, ২-৩ কাপ অ্যাপল সিডার ভিনিগার, ১/৪ কাপ জল মিশিয়ে মাথায় লাগান। ১৫ মিনিটের বেশি রাখবেন না। হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এজেড)