ঢাকা: গোলাপ ফুল কে না ভালোবাসে। শুধু লাল গোলাপই নয়, হলুদ, গোলাপি, কমলা, সাদা যেকোনো রঙেই মন জয় করে নিতে পারে এই ফুল। শুধু সৌন্দর্য বা সুগন্ধের জন্য নয়, ব্যবহারেও এই ফুলের কাছে হার মানবে সবাই। উপহার হোক, সজ্জা বা রান্নাঘরে। এই ফুলের বিচরণ সর্বত্র। জেনে নিন গোলাপের এমনই ১০ ব্যবহার।
ডেকোরেশন: বিয়ের আসর হোক, ফুলসজ্জার খাট বা অফিশিয়াল ডিনার। সাজানোর জন্য গোলাপের জনপ্রিয়কার কাছে কিছু আসে কি?
প্রপোজ: সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্রেমের ভাষা, বদলেছে প্রপোজের ধরন। কিন্তু তবু ‘ভালবাসি’ জানাতে লাল গোলাপের আবেদন আজও চিরন্তন।
উপহার: ফুল উপহার দিতে চান? একগুচ্ছ লাল গোলাপের থেকে ভালো কিই বা হতে পারে?
অ্যারোমাথেরাপি: কাজ থেকে বাড়ি ফিরে পট পৌরিতে বা যেকোনো গামলায় জলের মধ্যে গোলাপের পাঁপড়ি ভাসিয়ে মোমবাতি জ্বালিয়ে দিন। সুগন্ধে ঘর ভরে যাবে। স্ট্রেস, ক্লান্তি কেটে আপনারে সতেজ করে তুলবে রোজ অ্যারোমাথেরাপি।
চুল: ভারতীয় সাজ সাজুন বা ওয়েস্টার্ন গাউন। যেকোনো সাজেই চুলে লাল গোলাপ আপনার চেহারাই বদলে দেবে।
মাসাজ: স্ট্রেস ও ব্যথা উপশমে এসেনশিয়াল অয়েল দিয়ে মাসাজ করতে পারেন।
খাবার: সন্দেশ, কেক বা সিরাপে রোজ ফ্লেভার যেমন ব্যবহার করতে পারেন, তেমনই গোলাপের পাঁপড়ি সাজিয়ে গার্নিশও করতে পারেন খাবার।
ত্বক: রোজ ওয়াটার ত্বকের জন্য দারুণ ভালো কাজ করে। শুধু মুখ ধোওয়া নয়, রোজ ওয়াটারে স্নানও করতে পারেন।
ওষুধ: রোজ পেটাল টি-র মধ্যে ভিটামিন এ, বি৩, সি, ডি, ও ই থাকায় অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে ভালো কাজ করে। আলসার, অ্যাস্থমা, ব্যাকটেরিয়াল, ফাংগাল ইনফেকশন কমাতে পারে এই চা।
পেডিকিওর: গোলাপের পাঁপড়ি ভাসা জলে ডুবিয়ে পেডিকিওর করতে পারেন। এতে পা যেমন পরিষ্কার হবে, শরীর, মনও ফ্রেশ লাগবে।
(ঢাকাটাইমস/১৯জুলাই/জেবি)