logo ০৬ জুলাই ২০২৫
অদ্ভুত সব ঘর-বাড়ি
ঢাকাটাইমস ডেস্ক
২২ জুলাই, ২০১৬ ১১:১৪:৩০
image



ঢাকা: পৃথিবীতে কৌতূহলী মানুষের অভাব নেই। তারা সব সময়ই সৃষ্টিশীলতায় বিশ্বাস করে। এই মানুষগুলো সব সময়ই নতুন কিছু করার চিন্তায় মগ্ন থাকে।এরকমই কিছু সৃষ্টিশীল কর্ম নিয়ে এবারের আয়োজন। সৃষ্টিশীলদের তৈরি অদ্ভুত কিছু ঘর-বাড়ির কথাই পাঠকদের জানাব আজ।   






১.ভাসমান মাটির নৌকা: উপরে প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি জাপানের একটি চমৎকার ঘরের ছবি। নৌকার আদলে তৈরি ঝুলন্ত এই ঘরটি জাপান ভ্রমণে গেলে অবশ্যই দেখা উচিত। 






২.উল্টো বাড়ি: এই বাড়ির ছবি প্রথম দেখাতে মনে হবে, আস্ত একটি বাড়িকে কেউ হয়তো উল্টে দিয়েছেন। সবচেয়ে দ্বিধা তৈরি করেছে বাড়িটির উপরের দিকে গাড়ির ভাস্কর্যটি। দেখে মনে হওয়াটাই স্বাভাবিক, সাদা প্রাইভেট কারসহ বাড়িটিকে উল্টে ফেলা হয়েছে। আসলে এই বাড়িটি একজন স্থপতির চমৎকার নির্মাণশৈলী। বাড়িটি রাশিয়ার সাইবেরিয়ান সিটির ক্র্যাসনুইয়াস্কে অবস্থিত।   






৩.টয়লেট বাড়ি: দক্ষিণ কোরিয়ার নাগরিক ও বিশ্ব টয়লেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিম জেই ডাক টয়লেটের আদলে তৈরি এই বাড়িটিতে বসবাস করেন। যদিও এর ইন্টেরিয়র ভিন্ন কথাই বলছে।  






৪.ভারসাম্যপূর্ণ বাড়ি: সার্বিয়ার চমৎকার এই বাড়িটি একটি বড় আকারের পাথর খন্ডের উপর ৪৫ বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে। 






৫.গম্বুজ ঘর: ইন্দোনেশিয়ার প্রাচীন শহর ইয়োগিকার্তা শহরের যেসব নাগরিক ভূমিকম্পে তাদের বাড়িঘর হারিয়েছে তাদের জন্য দেশটির সরকার গম্বুজ আকৃতির ৭০টি ঘর তৈরি করে দিয়েছে। একশিলা গম্বুজ আকৃতির এই ঘরগুলো ভূমিকম্প সহায়ক এবং ১৯০ মাইল গতিবেগের বাতাস মোকাবেলায় সক্ষম।






(ঢাকাটাইমস/২১জুলাই/এসআই/এআর/ঘ.)