মুরগির গন্ধে ম্যালেরিয়া প্রতিরোধ
ঢাকাটাইমস ডেস্ক
২২ জুলাই, ২০১৬ ১৭:১৬:২৭

ঢাকা: জীবন্ত মুরগির গন্ধ ম্যালেরিয়া প্রতিরোধে সহায়তা করতে পারে পারে সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে। গবেষকরা খুঁজে পেয়েছেন, মুরগির গন্ধ মশাদের দূরে রাখে।
ইথোপিয়ান ও সুইডিশ বিজ্ঞানীরা সম্প্রতি এই বিষয়টি আবিষ্কার করেছেন। তাদের দাবি, ম্যালেরিয়াবাহী মশা সাধারণত মুরগি ও অন্যান্য পাখি এড়িয়ে চলে। গবেষণাটি ইথোপিয়ার পশ্চিমাঞ্চলে পরিচালনা করা হয়।
জাতিসংঘের তথ্যমতে, গত বছর ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে আফ্রিকায় মারা যায় প্রায় চার লাখ মানুষ।
ম্যালেরিয়ার পরজীবি প্রাথমিকভাবে মানুষের যকৃতে লুকিয়ে থাকে। পরে তা রক্তে মিশে যায়। এই রোগটি একজন থেকে অন্যজনে ছড়ায় মশার মাধ্যমে।
ম্যালেরিয়া জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধটিতে বলা হয়, ঘ্রাণশক্তি ব্যবহার করে প্রাণী শনাক্ত করে মশারা। মুরগির গন্ধে এমন কিছু রয়েছে যা মশাদের দূরে রাখে।
ইথিওপিয়ার আদ্দিস আবাদা বিশ্ববিদ্যালয়ের গবেষক হাবতাই তাকি বলেন, ‘মুরগির গন্ধের উপাদান আলাদা করে মশা তাড়াতে কাজে লাগানো যেতে পারে।’
সুইডেনের কৃষিবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও এই প্রকল্পে যুক্ত রয়েছেন। মুরগির পালক থেকে উপাদান পৃথক করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২২জুলাই/এসআই/মোআ)