হেভি মেটাল সংগীত মৃত্যুচিন্তা কমায়
ঢাকাটাইমস ডেস্ক
২০ জুলাই, ২০১৬ ১৮:২৬:০৮

ঢাকা: হেভি মেটাল সংগীত ভক্তের সংখ্যা এখন আর কম নয়। বিশেষ করে তরুণ প্রজন্মদের কাছে পশ্চিমা মেটাল ব্যান্ডগুলো দিন দিন দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। উচ্চমাত্রার যন্ত্রসংগীতের এই ধরনের গানের বিনোদনের বাইরে মানসিকভাবে ইতিবাচক দিকও রয়েছে। নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, হেভি মেটাল সংগীত মানুষের মৃত্যু নিয়ে দুশ্চিন্তা দূর করে।
গবেষণা অনুযায়ী, মৃত্যুর থিমযুক্ত সংগীত শ্রোতাদের জীবনে মানে বুঝতে সহায়তা করে। তাছাড়া, এই অনুভূতি ভক্তদের মৃত্যু ধারণার সঙ্গে মোকাবেলা করতে সহায়তা করে।
মনোবিজ্ঞানীদের গবেষণায় টেরর ম্যানেজমেন্ট থিওরিকে (টিএমটি) সমর্থন করেছে। টিএমটি অনুযায়ী, সাংস্কৃতিক মূল্যবোধ মানুষের জীবনের আদর্শ ও উদ্দেশ্য তৈরি করে। আর এই ধরনের সাংস্কৃতিক মূল্যবোধ মানুষের মৃত্যু প্রত্যাশা পরিচালনা করে।
মনোবিজ্ঞানীরা লিখেছেন, হেভি মেটাল সংগীত প্রায়ই মৃত্যুর সঙ্গে সম্পর্কযুক্ত। এই ধরনের সংগীত বিষণ্নতা থেকে মুক্তি দেয় এবং মৃত্যুসংক্রান্ত চিন্তাভাবনা প্রতিরোধে সহায়তা করে। মেটাল সংগীত ভক্তদের জন্য সাংস্কৃতিক দিক দিয়ে ভালো হিসেবে দেখা যেতে পারে। যা তাদের সামাজিক পরিচয় গঠন করতে পারে। নেদারল্যান্ড এবং জার্মান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই গবেষণাটি পরিচালনা করেন।
(ঢাকাটাইমস/২০জুলাই/এসআই/জেবি)