ঢাকায় আবার ডেনিম উৎসব
ঢাকাটাইমস ডেস্ক
২৩ আগস্ট, ২০১৬ ১৬:১২:০১

জিন্সের পোশাকের জন্য পৃথিবীজোড়া খ্যাতি পাওয়া বৈশ্বিক বস্ত্র প্রতিষ্ঠান ডেনিমের উৎসব আবার বসতে যাচ্ছে ঢাকা শহরে।
হোটেল র্যাডিসন, ঢাকায় ‘ভিনটেজ রিকল- ডেনিম গোস ব্যাক ইটস রুটস’ শীর্ষক দুইদিনের এই প্রদর্শনী ৫ অক্টোবর শুরু হবে। ষষ্ঠবারের মতো এই আয়োজন করছে ডেনিম অ্যান্ড জিন্স বাংলাদেশ। বিশ্বের নানা প্রান্তের ডেনিম ব্যবসায়ীরা এতে যোগ দেবেন। তারা তুলে ধরবেন এর ঐতিহ্যবাহী দিকগুলো। তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরবেন। এর মাধ্যমে বাংলাদেশে ডেনিম আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন আয়োজকরা।
জনপ্রিয় ব্র্যান্ড ডেনিমের প্রস্তুতপ্রণালিতে আছে নিজস্বতা। সুতার বুননে বুননে আছে আধুনিকতা আর ঐতিহ্যের দারুণ সমন্বয়। প্রদর্শনীর দুই দিনের আলোচনার আয়োজনে এসব বিষয় উঠে আসবে।
দুই দিনের ডেনিম উৎসবের সমাপনী দিন আগামী ৬ অক্টোবর।
যোগাযোগ
উৎসবের সেমিনারে অংশ নিতে চাইলে আগেই নাম নিবন্ধন করতে হবে। তার জন্যে এই ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে: www.bdshow.denimsandjeans.com
বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই মুঠোফোন নম্বরে: ০১৭১১৫৬৩০০৫ (রুবায়েত আহসান, সমন্বয়ক, ডেনিম অ্যান্ড জিন্স বাংলাদেশ)।
ঢাকাটাইমস/২৩ আগস্ট/ এমএইচ