দেশের বৃহত্তম আইসক্রিম উৎসব শুরু বুধবার
ঢাকাটাইমস ডেস্ক
২৩ আগস্ট, ২০১৬ ১৭:৪৫:০৯

ইগলু দেশের বৃহত্তম আইসক্রিম উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জি এম কামরুল হাসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে দেশের আইসক্রিম শিল্পে ইগলুর নতুন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আইসক্রিম উৎসবে দেশের আইসক্রিমপ্রেমীরা বিশেষ বিশেষ আইসক্রিমের স্বাদ গ্রহণের অফুরন্ত সুযোগ পাবেন। তারা ৭০০ টাকায় নানা বৈচিত্র্যের ও স্বাদের আইসক্রিম খেতে পারবেন। উৎসবে আইসক্রিমপ্রেমীদের জন্য আইসক্রিম খাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন খ্যাতনামা ব্যান্ড দলের পরিবেশিত লাইভ পারফরমেন্স উপভোগের সুযোগও রাখা হয়েছে। ব্যান্ড দলগুলোর মধ্যে রয়েছে নেমেসিস, জলের গান, চিরকুট ও ইন্দালো।
ইগলুর এই আইসক্রিম উৎসবে কিডস জোন, ফান ফটোগ্রাফি, মাসকটস, ইনস্ট্যান্ট ফটো ডিসপ্লে ও ম্যাজিক পারফরমেন্স এর আয়োজন থাকবে। এছাড়াও উৎসবে আগত দর্শনার্থীদের জন্য র্যাফল ড্রয়েরও ব্যবস্থা রাখা হয়েছে। র্যাফেল ড্রতে অংশগ্রহণকারীদের জন্য এলইডি টিভি, স্মার্টফোন, বাইসাইকেল, ট্যাব ও হোম থিয়েটার ইত্যাদি পুরস্কার রয়েছে। উৎসবে আসতে আগ্রহী কেউ চারটি বা এর চেয়ে বেশি টিকিট কিনতে চাইলে তা টিকেট ক্রেতার বাসায় পৌঁছে দেয়া হবে। আইসক্রিমপ্রেমী ও সংগীত পিপাসুরা চারদিন ধরে এই উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ১ নম্বর হল গুলনক্সায় উৎসবটি শুরু হবে ২৪ আগস্ট আর শেষ হবে ২৭ আগস্ট। উৎসবটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জি এম কামরুল হাসান বলেন, ‘‘আবদুল মোনেম লিমিটেড (এএমএল) ১৯৬৫ সাল থেকে বাংলাদেশে সফলতার সঙ্গে ব্যবসা করে আসছে এবং ইগলু আইসক্রিমই বাংলাদেশে এক মাত্র হালাল স্বীকৃত আইসক্রিম কোম্পানি। স্বাদ ও গুণগত মান রক্ষায় ইগলু কখনোই আপস করেনি। আইসক্রিম তৈরিতে ইগলু ব্যবহার করে গুণগত মান সম্পন্ন কাঁচামাল। যেহেতু সব বয়সের মানুষই আইসক্রিম খেতে পছন্দ করেন সেহেতু সেটি বিবেচনায় নিয়েই আমরা দারুণ এই উৎসবের আয়োজন করেছি। ক্রেতা-ভোক্তারা যাতে সপরিবারে ও সবান্ধববে এসে জীবনে নতুনত্বের ছোঁয়া খুঁজে পান এবং বৈচিত্র্যময় স্বাদের আইসক্রিম খাওয়ার অবারিত আনন্দ উপভোগ করতে পারেন সেটিকে গুরূত্ব দিয়েই আমরা এই উৎসবের আয়োজন করেছি।’’
(ঢাকাটাইমস/২৩আগস্ট/জেবি)