logo ২১ এপ্রিল ২০২৫
নর্দান ইউনিভার্সিটি খুলনার উপাচার্য হলেন ড. আবু ইউসুফ
ঢাকাটাইমস ডেস্ক
২৪ আগস্ট, ২০১৬ ১১:৫১:৩৩
image



নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা-এর উপাচার্য পদে আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ।






প্রফেসর ইউসুফ আব্দুল্লাহ আন্তর্জাতিক বাণিজ্যের একজন খ্যাতিমান গবেষক ও শিক্ষক। দেশ-বিদেশে বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক স্বীকৃত গবেষণা জার্নালে ২৫টিরও অধিক প্রকাশনা রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের চারটি গ্রন্থের প্রণেতা।






ড. ইউসুফ আব্দুল্লাহ ঝিনাইদহ ক্যাডেট কলেজ, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, হেলসিংকি স্কুল অব ইকোনমিক্র আ্যান্ড বিজনেস অ্যাডমিনিসট্রেশন-ফিনল্যান্ড, ইউনিভার্সিটি অব টেক্রাস অস্টিন, আমেরিকা থেকে উচ্চশিক্ষা লাভ করেন। সর্বশেষ তিনি ইউনিভার্সিটি অব মালয়েশিয়া পারলিস থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ লাভ করেন।






বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারে তিনি অগ্রণী ভূমিকা পালন করে ইতিমধ্যেই যথেষ্ট খ্যাতি ও সুনাম অর্জন করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিকমানের মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলেজ এবং স্কুলসহ অনেকগুলো প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা এবং কর্ণধার।






(ঢাকাটাইমস/২৪আগস্ট/জেবি)