logo ২১ এপ্রিল ২০২৫
রূপালী ব্যাংকের শিওর ক্যাশে যাবে উপবৃত্তির টাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৬ ১৭:৪৬:১০
image



সারাদেশে প্রায় এক কোটি ত্রিশ লাখ শিক্ষার্থীর অভিভাবকদের কাছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তির টাকা সরাসরি পৌঁছে দেবে সরকার। রাষ্ট্রীয় মোবাইল ফোন কোম্পানি টেলিটকের সিম ব্যবহার করে এই টাকা তোলা যাবে।






বিকালে রূপালী ব্যাংক ও টেলিটকের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সই করা এই চুক্তির অনুযায়ী শিক্ষার্থীদের অভিভাবকদেরকে বিনামূল্যে সিম দেবে করবে টেলিটক।






প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদ, রূপালী ব্যাংক এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবতী, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, রূপালী ব্যাংকের শিওর ক্যাশের প্রধান নির্বাহী কমকতা শাহাদাত খানসহ দুই মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।






প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘‍মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি বিতরণ সরকারের সবচেয়ে বড় ‘পেমেন্ট ডিজিটাইজেশন’ এর উদ্যোগ। এর মাধ্যমে সরকার উপবৃত্তির টাকা সরাসরি মা বা অভিভাবকদের মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠিয়ে দেয়া হবে।






এতে উপবৃত্তি ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং মায়েদের ভোগান্তি কমবে বলেও আশা করছে মন্ত্রণালয়। এই খাতে অনিয়ম দুনীতি ও অব্যবস্থাপনার অভিযোগও কমে আসবে বলে আশা করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।






ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়বার ক্ষেত্রে মায়েদের ভূমিকা হবে সবচেয়ে বড়। এ জন্য আমরা উদ্যোগ নিয়েছি টেলিটক সব মায়েদের হাতে মোবাইল ফোন সংযোগ পৌঁছে দেবে। রূপালী ব্যাংক তাদের হাতে ব্যাংক একাউন্ট পৌঁছে দেবে। আর সরকার তাদের হাতে সরাসরি উপবৃত্তির টাকা পৌঁছে দেবে।’






(ঢাকাটাইমস/২৪আগস্ট/জিএম/এমএম/ডব্লিউবি)