ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল-আযহার ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস যথারীতি চালু হবে।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/এমআর)