ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিয়া পরিষদের কার্যনির্বাহী পরিষদ নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক তোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোক-প্রশাসন বিভাগের শিক্ষক মোহাম্মদ সেলিম।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ৩০৪ নম্বর কক্ষে জিয়া পরিষদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০১৬ অনুষ্ঠিত হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শাহজাহান আলী কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৬ এর মনোনয়ন দাখিলকৃত প্রার্থীদের বিজয়ী বলে ঘোষণা করেন।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি ড. মুহাম্মদ আব্দুল মালেক, ড. মো. মনজুরুল হক, ড. মো. আক্রাম হোসাইন মজুমদার, ড. নূরুন নাহার, মো. আব্দুস শাহীদ মিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক ড. জাহিদুল ইসলাম, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. মোহাম্মদ রেজাউল করিম, দপ্তর সম্পাদক শাহীনুজ্জামান, প্রচার সম্পাদক ড. মো. ফকরুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. হাফিজুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক ড. খোদেজা খাতুন।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/মোআ)