logo ২০ এপ্রিল ২০২৫
ইসলামী ব্যাংক ও রেটিং প্রতিষ্ঠানের নির্বাহীদের মতবিনিময়
ঢাকাটাইমস ডেস্ক
৩১ আগস্ট, ২০১৬ ১৫:০৬:২৮
image



ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও দেশের বিভিন্ন ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীদের মতবিনিময় মঙ্গলবার ইসলামী ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।






ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম খালেদ, ইমারজিং ক্রেডিট রেটিং লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক ড. জামাল উদ্দিন, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও মো: মোজাফফর আহমেদ, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর হামিদুল হক, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. আসাদুল্লাহ, আরগুস ক্রেডিট রেটিং লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ড. হাসান ইমাম, ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আবদুল ওয়াদুদ, বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেডের সিইও সৈয়দ জাভেদ আহমেদ, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভুঁইয়া, এফসিএ, মো. মাহবুব-উল আলম, আবদুস সাদেক ভুইয়া ও মো. শামসুজ্জামান বক্তব্য দেন। ব্যাংক ও রেটিং প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন।






মতবিনিময়ে বক্তারা বলেন, ব্যাংকিং খাতে ঋণখেলাপি ও মন্দ ঋণ কমাতে এবং সার্বিক স্বচ্ছতা নিশ্চিত করতে রেটিং প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট ভূমিকা রয়েছে। সম্মিলিতভাবে রেটিং কার্যক্রমের মানবৃদ্ধি ও গ্রাহকবান্ধব সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তারা। -বিজ্ঞপ্তি






(ঢাকাটাইমস/৩১আগস্ট/জেবি)