logo ২০ এপ্রিল ২০২৫
বেসিক ব্যাংকে বঙ্গবন্ধু পরিষদের শোক দিবসের আলোচনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৬ ১৬:১০:৪৪
image




জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ এবং ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মোঃ ইকবাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



সংগঠনের সহ-সভাপতি মাহফুজ শিকদার (চঞ্চল) এর পরিচালনায় এবং সভাপতি শংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম (তারেক)।



এছাড়া সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মেহবুব মোর্শেদের তত্বাবধানে মোঃ নিজাম উদ্দীন, ইয়াসিন আরাফাত, সজীব জয়ধর, মিরাজ মিয়া, নাহিদ আল মামুন, মোঃ শামসুজ্জামান লেলিন মৃধা, আরমান রেজা, আশিকুজ্জামান, সজীব মিয়া, আনিসউজ্জামান, মিলজার হোসেন, সবুর মিয়া, নিজাম উদ-দৌলা, আলাউদ্দীন হোসেন, পার্থ প্রতীম বাড়ৈ, অসীম কুমার বৈরাগী সহ অন্যান্য সম্পাদকমন্ডলী ও সদস্যরা উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং ১৫ আগস্টে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও সকলের মাগফেরাত কামনা করা হয়।



(ঢাকাটাইমস/৩১আগস্ট/এমএম)