লবণের দাম বাড়ার কারণ জানতে চায় সংসদীয় কমিটি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৬ ১৫:০৮:৫৪

বাজারে লবণের দাম বাড়ানোর কারণ সম্পর্কে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে লবণের মূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোরভাবে মনিটরিংয়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, হঠাৎ করে বাজারে ১০ টাকার লবণ এখন ৪০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কী কারণে লবণের দাম বাড়লো তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রণালয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে বলেছে।
মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটি সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মো. মনজুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু।
বৈঠকে গত ১৬তম বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি, ২০১৬-১৭ অর্থবছরের জন্য নির্ধারিত রপ্তানি লক্ষ্য মাত্রা অর্জনে গৃহীত পরিকল্পনা/কৌশল, দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা এবং ২০১৬-১৭ অর্থবছরের বাণিজ্যমেলা সংক্রান্ত ক্যালেন্ডার চূড়ান্তকরণ সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত মজুদ আছে। দাম বাড়ার কোনো কারণ নেই।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/এইচআর/জেবি)