logo ২২ জুলাই ২০২৫
অনলাইনে স্ত্রীকে বিক্রির বিজ্ঞাপন
ফিচার ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০১:১৯
image



‘সহানুভূতিহীন আচরণ’-এর কারণ দেখিয়ে স্ত্রীকে বিক্রির জন্য জনপ্রিয় ই-কমার্স সাইট ইবেতে বিজ্ঞাপন দিয়েছেন সাইমন ও’কেন নামে এক ব্রিটিশ নাগরিক। বিজ্ঞাপন দেয়ার কয়েক ঘন্টার মধ্যে তার স্ত্রীর দাম উঠেছে প্রায় ৬৬ হাজার পাউন্ড। এ ঘটনায় স্ত্রী রেগে ঘোষণা দিয়েছেন, স্বামীকে খুন করতে চান তিনি।






এ ঘটনার শুরুটা গত বুধবার। যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ওয়েকফিল্ডের বাসিন্দা ৩৩ বছর বয়সী সাইমন ও’কানে ঘরে ফিরে স্ত্রীকে বললেন, শরীর ভালো লাগছে না তার।






দুই সন্তানের জননী ২৭ বছর বয়সী লিয়ান্দ্রা স্বামীর অসুস্থতাকে পাত্তা না দিয়ে শুরু করে দিলেন ঝগড়া। সাইমন তখনই ঠিক করলেন, স্ত্রীকে বিক্রি করে দেবেন।






টেলিকম প্রকৌশলী সাইমন তখন ইবেতে লিয়ান্দ্রার ছবি পোস্ট করে গাড়ি বিক্রির বিজ্ঞাপনের আদলে লিখলেন স্ত্রী বিক্রির বিজ্ঞাপন। এর শিরোনাম ছিল ‘ব্যবহৃত স্ত্রী’। স্ত্রীকে বিক্রির যুতসই কারণ ব্যাখ্যা করে ভালো ও মন্দ উভয় দিক তুলে ধরেন সাইমন।






বিজ্ঞাপনে লেখা ছিল, ‘একজন স্ত্রীকে বিক্রি করা হবে। নতুন নয়, কিন্তু এখনো তার অনেক মাইল যাওয়ার সামর্থ্য আছে।’ বিক্রির কারণ হিসেবে সাইমন লেখেন, ‘আমার সাধ মিটে গেছে এবং মনে করছি, এখন সেখানে অন্য কারও আসা উচিত (হে ঈশ্বর, দয়া করে কাউকে এনে দাও)।’






স্ত্রীর ভালো দিক তুলে ধরে সাইমন লিখেছেন, ‘ঘরের কাজ ভালো করতে পারেন এবং রান্নাঘরের কাজও মোটামুটি পারেন।’ খারাপ দিক সম্পর্কে লেখা হয়েছে, ‘মাঝে মাঝে এমন হইচই বাধিয়ে দেন যে নতুন গয়না কিনে না দেয়া পর্যন্ত তাকে চুপ করানো যায় না।’






বিজ্ঞাপনে আরও লেখা হয়েছে, ‘মাঝে মাঝে তার রান্না খাওয়ার কারণে হাসপাতালে যেতে হয়। তবে সে একদম খারাপ মডেল নয়। আমি মনে করি, কারো না কারো কাজে আসবে সে। তবে বিক্রির চেয়ে যদি তরুণ মডেল অদল-বদলের প্রস্তাব কেউ দেন, তবে আমি সানন্দে রাজি হব।’






বিজ্ঞাপন দেয়ার দুই দিনের মধ্যে লিয়ানড্রার দাম ওঠে ৬৫ হাজার ৮৮০ পাউন্ড।






সাইমনের স্ত্রী এই বিজ্ঞাপনের ব্যাপারে জানার পর তো রেগে আগুন। দুই সন্তানের মা লিয়ানড্রা বিউটি থেরাপিস্ট হিসেবে কাজ করেন।






তিনি বলেন, ‘আমার খুব রাগ হয়েছে। আমি তাকে খুন করতে চাই। যেখানে কাজ করি, সেখানকার সবাই আমার দিকে আড়চোখে চাইছিল, আর মাথা নিচু করে হাসছিল। সে শুধু আমাকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে তা-ই নয়, সেখানে আমার খুব বাজে একটা ছবি দিয়েছে। ইবে কর্তৃপক্ষ যদি এই বিজ্ঞাপন না নামায়, তবে কে জানে এটি আমাকে কতটা নিচে নামাবে।’






ইবে কর্তৃপক্ষ বিজ্ঞাপনটি সরিয়ে নেয়ার পর সাইমন বলেছেন, স্রেফ মজা করার জন্যই স্ত্রীকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি।






(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসআই)