সাধারণত প্রাণীদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে একই গোত্রের প্রাণীদের মধ্যে, ভিন্ন গোত্রের প্রাণীদের সঙ্গে খুব কমই দেখা যায়। ভিন্ন গোত্রের প্রাণীদের এই বন্ধুত্বের মধ্যে আবেগ আর ভালোবাসা্রও কমতি নেই। তবে বানর আর বিড়ালের মধ্যে বন্ধুত্ব দেখা যায় না বললেই চলে। কারণ এরা একে অপরকে সহ্য করতে পারে না। কেউ কারো ত্রিসীমানায় সাধারণত ঘেঁষে না।
কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিড়াল এবং বানরের বন্ধুত্ব দেখে অভিভূত হয়েছেন অনেকেই। বানরের ছোট্ট বাচ্চার সঙ্গে বন্ধুত্ব হয়েছে একটি বিড়ালের। বিড়ালটি বয়সে বানরের চেয়ে বড় হলেও তাদের দোস্তি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। গাছে ঝুলে ঝুলে বিড়ালের সঙ্গে বানরের খেলা করার দৃশটি সত্যি মুগ্ধ করার মতো।
ভিডিওটি বাংলাদেশের নাহার তামরিন নামে এক তরুণী ফেসবুকে শেয়ার করেছেন।
ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বানরের বাচ্চাটি গাছে ঝুলে ঝুলে বিড়ালের সঙ্গে খেলা করছে। বন্ধুকে একটু আনন্দ দিতে বার বার গাছের ডাল ধরে নাচানাচি করছে বানরটি। বিড়ালটিও বানরের খেলাকে বেশ উপভোগ করছে। কারণ বিড়াল গাছে উঠতে পারলেও সে তো বানরের মতো ঝুলতে পারে না। এক চক্কর দুই চক্কর দোল দেয়ার পর ডাল থেকে নেমে বিড়ালটিকে ছুঁয়ে দিচ্ছে বানর। বিড়ালটিও তাকে পরম আনন্দে আদর করছে।
গত বছর রাশিয়ার একটি চিড়িয়াখানায় বাঘ-ছাগলের বন্ধুত্ব দেখেছে সবাই। রাশিয়াতে দুই প্রজাতির প্রাণীর মধ্যে এমন এক ঘটনা ঘটেছে যা হয়তো কেউ চিন্তাও করতে পারবেনা । রাশিয়ার একটি সাফারি পার্কে আমুর নামের একটি বাঘকে খাবার হিসেবে দেওয়া হয়েছিল একটি জ্যান্ত ছাগল। কিন্তু ওই ছাগলকে না খেয়ে বাঘটি তার সঙ্গে বন্ধুত্ব পেতে বসে। পরে অবশ্য ছাগলের ছাগলামির কারণে বন্ধুত্বে ফাঁটল ধরে। এরপর তাদেরকে আলাদা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।