আবেদনের যোগ্যতা হ্রাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন রবিবার দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে।
অনলাইনে এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আসলাম হোসেন জানান, মানবিক থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ পেতে হবে, যা আগে ছিল ৭.৫০।
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে, যা আগে ছিল ৮।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮ পেতে হবে, যা আগে ছিল ৮.৫০।
এ জি ও আই ইউনিটে ফি অপবির্তিত রেখে অন্যান্য অনুষদের ভর্তির আবেদন ফি-তে কিছু পরিবর্তন আনা হয়েছে। ‘এ’ ইউনিট-কলা অনুষদ : (দর্শন, ইতিহাস, ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভাষা, আরবি, চারুকলা, ইসলামিক স্টাডিজ, নাট্যকলা, সঙ্গীত) আবেদন ফি-৭৭০ টাকা।
‘বি’ ইউনিট-আইন অনুষদ (আইন, আইন ও ভূমি প্রশাসন) আবেদন ফি-৩৩০ টাকা। যা গত বছর ফি ছিল ৩০০ টাকা।
‘সি’ ইউনিট-বিজ্ঞান অনুষদ (গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ফার্মেসি, ফলিত গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউমান রিসোর্স ডেভেলমেন্ট, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান) আবেদন ফি-৭১৫ টাকা। আগে ছিল ৭০০ টাকা।
‘ডি’ ইউনিট-ব্যবসায় শিক্ষা অনুষদ (হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স, ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন) আবেদন ফি-৫৫০ টাকা। আগে ছিল ৫০০ টাকা।
‘ই’ ইউনিট-সামাজিক বিজ্ঞান অনুষদ (অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফোকলোর, আন্তর্জাতিক সম্পর্ক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট) আবেদন ফি-৮২৫টাকা। আগে ছিল ৮০০ টাকা।
‘এফ’ ইউনিট-জীব ও ভূবিজ্ঞান অনুষদ (ভূগোল ও পরিবেশ বিদ্যা, মনোবিজ্ঞান, প্রাণি বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, ভূতত্ত্ব ও খনি বিদ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান) আবেদন ফি-৬০৫ টাকা। আগে ছিল ৫৫০ টাকা। ‘জি’ ইউনিটÑকৃষি অনুষদ (এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন, ফিশারিজ, এনিমেল হাজবেন্ড্রি এন্ড ভেটেরিনারি সায়েন্স, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি) আবেদন ফি-৪৪০ টাকা।
‘এইচ’ ইউনিট-প্রকৌশল অনুষদ (ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং) আবেদন ফি-৫৫০ টাকা। আগে ছিল ৫০০ টাকা। ‘আই’ ইউনিট-চারুকলা অনুষদ (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র, মৃৎশিল্প ও ভাস্কর্য, গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্প কলার ইতিহাস) আবেদন ফি-৩৯০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত উপকমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আসলাম হোসেন।
মোট নয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ২০১৬-তে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০১৫ সালে উত্তীর্ণদের দ্বিতীয়বার ভর্তির আবেদনের সুযোগ থাকছে না। ৫৬টি বিভাগের ও দুইটি ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা হ্রাস করার বিষয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এর আগের বছর যে যোগ্যতা বাড়ানো হয়েছিল সেটা কমানো হয়েছে। কারণ এ বছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধি করার জন্য এটা করা হয়েছে।’
আবেদনসহ ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িৎঁ.ধপ.নফ প্রকাশ করা হবে।
(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)