logo ১৮ এপ্রিল ২০২৫
আমরণ অনশনে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৮:৫৩
image



পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে নেমেছেন






এর অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশ। তারা মূলত এই ব্যাংকে একীভূত হওয়া ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী।






সোমবার সকাল থেকে রাজধানীর ইস্কাটনে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে সারাদেশ থেকে আসা কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ শুরু করেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা নানা স্লোগান দেন।






পল্লী সঞ্চয় ব্যাংক মাঠ সহকারী কল্যাণ পরিষদের এই অনশন কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শাখা থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।






তাদের অভিযোগ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীকে পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি দেয়ার কথা।কিন্তু  তারা কাজ করলেও তাদের কোনো নিয়োগপত্র দেয়া হয়নি।চাকরি স্থায়ী হবে কি হবে না তা নিয়েও তারা অনিশ্চয়তায় আছেন।






আয়োজক সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরসিংদী থেকে আসা কামরুজ্জামান ভুইয়া তাপস ঢাকাটাইমসকে বলেন, ‘জুলাই মাসে ব্যাংক হলেও এখন পর্য‌ন্ত আমাদের এক মাসের বেতন দেয়া হয়েছে।সে টাকা কোথা থেকে দেয়া হয়েছে তাও আমরা জানি না।’






তিনি আরো বলেন, ‘আমরা এতোদিন চাকরি স্থায়ীকরণের দাবিতে নিজ নিজ এলাকায় মানববন্ধন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। কিন্তু এ ব্যাপারে আমরা কোনো তৎপরতা না দেখায় আমরণ অনশনে নেমেছি। দাবি আদায় করে ঘরে ফিরবো।’






তবে অনশনকারীরা জানান, ব্যাংকের চেয়ারম্যানের আশ্বাস পেলেই তারা কর্মসূচি আপাতত বন্ধ রাখবেন।






কর্মসূচিকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।






গত ২ জুলাই জাতীয় সংসদে পল্লী এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ নামে বিশেষায়িত এই ব্যাংক প্রতিষ্ঠার বিল পাস হয়।‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এর যাত্রা শুরু হয়।






এদিকে গত ২২জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই ব্যাংকটির ১০০টি শাখা উদ্বোধন করেন। পরে দেশের বাকি ৩৮৫টি উপজেলায়ও শাখা খোলা হয়।






ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/বিইউ/এমএইচ