ইদুল আযহা উপলক্ষে গত প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর দিনাজপুরের এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য আবার শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়।
তবে ঈদের ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরু হলেও এখনও পুরোদমে ব্যস্ততা শুরু হয়নি। বন্দরে স্বাভাবিক ব্যস্ততা ফিরতে আরও দুই একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, ঈদের কারণে হিলি স্থলবন্দর দিয়ে ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
বন্দরের শ্রমিকেরা সকাল ১০ টায় বন্দরের প্রবেশ করে। এ সময় পরিচিত জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা আর ঈদের ছুটিতে কে কী করেছে, সে অভিজ্ঞতা বিনিময় করে তারা। বেলা ১১ টার পর ভারত থেকে পন্যবাহী গাড়ি বাংলাদেশে আসার পর শুরু হয় কাজ।
প্রতি ঈদে পণ্য আনা নেয়া কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী আসা যাওয়া বন্ধ থাকে না কখনও। এবারও ঈদে ইমিগ্রেশনের কর্মকর্তারা ছুটিতেও বিশেষ ব্যবস্থায় কাজ করেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সেবা চালু থাকে। বাংলাদেশ থেকে ভারতের শিলিগুরি বা মালদাগামী যাত্রীরা এই পথ দিয়েই পারাপারে স্বাচ্ছন্দবোধ করেন।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/ডব্লিউবি)