logo ১৯ এপ্রিল ২০২৫
‘বাংলাদেশ-ভারত বাণিজ্য আরও গতিশীল হবে’
বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২৮:১২
image



ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে। সে লক্ষে দুই দেশ কাজ করছে। এ ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা নিরসনে দুই দেশই আন্তরিক বলে জানান তিনি।






শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর, ভারতের পেট্রাপোল বন্দর, আন্তর্জাতিক চেকপোস্ট ও কাস্টমস হাউস পরিদর্শন করেন হাইকমিশনার। দুপুরে তিনি পেট্রাপোল বন্দরে ও বিকালে কাস্টমস অডিটোরিয়ামে কাস্টমস ও বন্দর কর্মকর্তা এবং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।






বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হাসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যবসায়িক নেতারা অভিযোগ করে বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল ইনটিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন করার পরও এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারেনি।






বেনাপোল বন্দরে গুদাম সংকটসহ অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন  ঘটেনি। খোলা আকাশের নিচে কোটি কোটি টাকার আমদানিকৃত মালামাল দিনের পর দিন রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার বিষয়টি তারা তুলে ধরেন। এ সময় হাইকমিশনার দ্রুত সমস্যাগুলো সমাধানের ব্যাপারে আশ্বাস দেন।






সভায় বক্তব্য দেন বন্দরের ডাইরেক্টর নিতাই চন্দ্র সেন, কাস্টমস যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান, ডেপুটি কমিশনার মারুফ হোসেন ও নিতিশ চন্দ্র, সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।






(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)