গোলমাল ৪ এ সঞ্জয়
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৫:৩১
সঞ্জয় দত্ত এবং অজয় দেবগণ পুরনো বন্ধু। বেশ কয়েকটি সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। এদের মধ্যে আছে ‘অল দ্য বেস্ট’ এবং ‘রাসকেলস’। এবার অজয় চান, সঞ্জয় ‘গোলমাল ফোর’এ অভিনয় করুন।
‘গোলমাল ফোর’এর গল্প গল্প ভালো লাগলে ফের অজয়ের সঙ্গে পর্দায় দেখা যেতে পারে সঞ্জয়কে।
অভিনেতাকে প্রস্তাব দেওয়া হয়েছে কি না, তিনি ব্যাপারটা নিয়ে ভেবেছেন কি না— সে সব অবশ্য জানা যায়নি!
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)