logo ২০ এপ্রিল ২০২৫
সফলতার মন্ত্র ফাঁস করলেন দীপিকা
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৭:১৭
image



নিজের সফলতার মূল মন্ত্র ফাঁস করলেন দীপিকা পাড়ুকোনে। একটি বিজ্ঞাপনের প্রোমোশনে এসে দীপিকা প্রকাশ্যে জানিয়ে দিলেন একটা কাজই আজ তাঁকে সফল করে তুলেছে।






ব্যাপারটা হল, সম্প্রতি একটি বিস্কুট কোম্পানির নতুন এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। আর এই বিজ্ঞাপনের বার্তা হল, যত পাড়ুন হাসি ছড়িয়ে যান। দীপিকা এই হাসিকেই সফলতার গোপন চাবিকাঠি হিসেবে মনে করছেন।






বিজ্ঞাপনের প্রোমোশনে এসে দীপিকা জানালেন, ‘হাসির বিকল্প কিছু নেই। অনেক কঠিন কাজও, সুন্দর করে হয়ে যায়৷ যদি সেটার সঙ্গে হাসি মিশ্রিত থাকে। অনেক খারাপ মানুষের মনও পাল্টে দেওয়া যায়, একটা হাসি দিয়ে৷’






(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)