ভেঙে যাচ্ছে জোলি-পিটের সংসার
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১০:১২
সন্তানদের প্রতি ব্র্যাড পিটের উদাসীনতা এবং অসহযোগিতামূলক আচরণের অভিযোগ তুলে ডিভোর্স চেয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ফলে জোলি-পিটের দুই বছরের বিবাহিত জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
জোলির আইনজীবী রবার্ট অফারের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর জানায়। এ প্রসঙ্গে রবার্ট অফার বলেন, ‘পারিবারিক কারণেই বিবাহবিচ্ছেদ চান জোলি।’
ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা অর্থাৎ ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি দীর্ঘ ১১ বছর এক সঙ্গে কাটিয়েছে। শেষমেশ আলাদা হয়ে যাচ্ছেন তাঁরা। তবে কেবল ডিভোর্সই নয়। পাশাপাশি ছয় সন্তানকে নিজের কাছে রাখার আবেদনও করেছেন জোলি।
প্রসঙ্গত, মি. অ্যান্ড মিসেস স্মিথ’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জুটির পথচলা শুরু হয়েছিলো।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/জেইউএম)