logo ২০ এপ্রিল ২০২৫
অবশেষে মেয়ের নাম রাখলেন শহীদ কাপুর
বিনোদন ডেস্ক, ঢাকটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৩:০২
image



অবশেষ মেয়ের নাম রাখলেন শহীদ কাপুর ও মীরা। মেয়ের নাম রাখা হয়েছে মিশা।  আগস্টে ২৬ তারিখ এই দম্পতির ঘরে প্রথম সন্তানের আগমন ঘটে। কিন্তু এতদিনেও সন্তানের নাম রাখা হয়নি। অবশেষ শহীদ-মীরার মেয়ের নাম রাখা হলো।






নামকরণের সঙ্গে সঙ্গে ভক্তদের বুঝতে একটুও অসুবিধা হয়নি কেন এমন নাম রাখলেন শহীদ। অভিনেতা নিজের এবং মীরার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখলেন মেয়ের।






সম্প্রতি মেয়ের নামকরণ করতে ও আশীর্বাদ নিতে অমৃতসরে নিজেদের ধর্মগুরুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শহিদ ও তার বাবা পঙ্কজ কাপুর। তারপরই আজ সকালে একটি টুইট করে নামকরণের কথা সকলকে জানান শহীদ।






(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)