২৭ সেপ্টেম্বর মঞ্চে ‘এ ম্যান ফর অল সিজনস’
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩৪:০৬
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজন শুরু হয়েছে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’ । এই জাতীয় নাট্যোৎসবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট এর ষষ্ঠ প্রযোজনা 'এ ম্যান ফর অল সিজনস'। নাটকটি ২০১৫ এর ২৬ অক্টোবর সর্বশেষ মঞ্চস্ত হয়েছিল।
রবার্ট বোল্টের রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন শাহেদ ইকবাল। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
‘এ ম্যান ফর অল সিজন্স’ নাটকটি প্রথম ১৯৬০ সালে প্রকাশিত হয়। ১৯৬১ সালের ২২ নভেম্বর নিউ ইয়র্কের এনটা থিয়েটার-এ মঞ্চস্থ হয়।
নাটকটির ঐতিহাসিক পটভূমি ষোড়শ শতকের ইংল্যান্ড। মধ্যযুগের শেষ দিকে শুধু ইংল্যান্ড নয় সমগ্র ইউরোপে তখন পরিবর্তনের জোয়ার সূচিত হচ্ছিল। ফলশ্রুতিতে ধর্ম, রাজনীতি এবং অর্থনীতির মধ্যকার বিরোধ অনিবার্য হয়ে ওঠে। ১৫২০ এর দ্বিতীয় অর্ধ হতে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরী এবং পোপের মধ্যে বিরোধের সূচনা ঘটে। যার অনিবার্য পরিণতি ‘দি ইংলিশ রিফর্মেশন’।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এজেড)