তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশের ইউটিউব চ্যানেল প্রাকৃত টিভি ঈদ-উল-আযহা উপলক্ষে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক সম্প্রচার করে। জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের মানদন্ডে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক ঈদ উপলক্ষে দেশের কোন ইউটিউব চ্যানেলে সম্প্রচার এটাই প্রথম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো- ‘দ্য হার্ট ব্রেকার’, ‘নিরবধি’, ‘দ্য সানসেট, অ্যান আনফিনিসড ড্রিম’ এবং নাটক ‘ছায়াবৃত্ত’। ঈদ আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে এসব অনুষ্ঠান। অন্যদিকে ইউটিউবে সাড়া ফেলে এসব অনুষ্ঠান।
নির্মাতা প্রাচ্য পলাশ জানান, আমাদের দেশে ঈদ বা বিশেষ দিবসে টিভি চ্যানেলগুলো যে ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে তাতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নতুন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানমালায় বৈচিত্র আনতে শুধু বিশেষ দিবসে নয়, বছরব্যাপী নিয়মিত অনুষ্ঠানমালার আওতায় বিষয় বৈচিত্রপূর্ণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানোর মাধ্যমে চ্যানেলগুলো অনুষ্ঠানের মানোন্নয়ন করতে সচেষ্ট হতে পারে।
স্বপ্নভাবাপন্ন তরুণ হৃদয়ে প্রতিনিয়ত চলমান থাকে আন্দোলন। এমন বিষয় নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ব্রেকার’। এতে দেখা যাবে- সম্ভ্রান্ত পরিবারের পরিপাটি তরুণী সারিকা ভালবাসে ভবঘুরে অথচ মেধাবী অর্ককে। অর্ককে বিয়ে করে সারিকা সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে চায়। কিন্তু এ বিষয়ে অর্কর আগ্রহটা তেমন প্রবল নয়। অন্যদিকে, শিল্পপতির উচ্চাভিলাষী সন্তান প্রাসাদ ভালবাসে সারিকাকে। সে সারিকাকে পাবার জন্য ষড়যন্ত্র করে। এভাবেই এগিয়ে যায় ‘দ্য হার্ট ব্রেকার’ এর গল্প।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিসড ড্রিম’ নির্মিত হয়েছে স্বপ্নবিভোর সভ্যতার কিছু খন্ডচিত্র নিয়ে। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, ভালোবাসে স্বপ্ন নিয়ে বাঁচতে। কিন্তু মানুষের সব স্বপ্ন বাস্তব রূপ পায় না। কিছু স্বপ্ন বিপন্নতার জালে আটকা পড়ে অঙ্কুরিত হওয়ার সময়ই। এমন করে ঘটে যায় প্রতিনিয়ত স্বপ্ন ভঙ্গের ঘটনা, অথচ এ নিয়ে সমাজপতিদের দৈনন্দিন কর্মকান্ডে কোন প্রভাব ফেলে না।
অন্যদিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিরবধি’ নির্মিত হয়েছে চার যুগের তরুণদের প্রেম-প্রবণতা নিয়ে।
একক নাটক ‘ছায়াবৃত্ত’তে দেখা যাবে, বাবা-মার ইচ্ছানুযায়ী বিয়ে করার জন্য প্রবাসী এক তরুণ দেশে ফিরে আসে। নিজ গ্রামে গিয়ে বিয়ে করার জন্য যে পাত্রী নির্বাচন করে তার সম্পর্কে নানান কুসংস্কার রয়েছে। ফলে তাকে বিয়ে করার পরও সংসার না করে ঢাকায় ফিরে আসে। পরে মামার সাথে পরামর্শ করে অন্য আরেক পাত্রীকে বিয়ে করে, কিন্তু নববিবাহিত স্ত্রীর আচরণে সেই কুসংস্কারের ছায়া দেখে হতবিহ্বল হয়ে যান তিনি।
প্রাকৃত টিভিতে সম্প্রচার হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, প্রসূন আজাদ, রোকেয়া প্রাচী, খায়রুল আলম সবুজ, খালেদা আক্তার কল্পনা, সোহেল খান, লুৎফর রহমান জর্জ, অবিদ রেহান, রোমানা স্বর্ণা, রাজ্য, রোমা, চন্দ্রবর্মন, প্রীতি, আপন, রাজ পারভেজসহ অন্যান্যরা।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এজেড)