logo ১৯ এপ্রিল ২০২৫
আবার প্রেমে পড়েছেন রণবীর
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০১:০৭
image



প্রশ্নটা রণবীরের প্রেমে পড়া নিয়ে নয়। কারণ, প্রেমে পড়াটা যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন রণবীর কাপুর। কখনও সোনম, কখনও দীপিকা আবার কখনও ক্যাটরিনা কাইফ। তবে সব ছেড়ে ক্যাটরিনার সঙ্গেই বেশি সময়টা কাটিয়েছেন রণবীর। এতো গেল পুরনো গল্প। নতুন খবর হল, রণবীর নাকি আবার প্রেমে পড়েছেন, তাও আবার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানের প্রেমে।






রণবীর আর শ্রুতিকে নাকি মাঝে মধ্যেই দেখা যাচ্ছে মুম্বাইয়ের নানা রেস্তোরাঁয়, নানা কফি শপে। দুজনে নাকি চুটিয়ে গল্প করছেন। তা শ্রুতির সঙ্গে হঠাৎ আলাপ হল কী করে রণবীরের?






কিছুদিন আগে এক বিজ্ঞাপনের শুটিংয়ে আলাপ হয় শ্রুতির সঙ্গে। শুটিংয়ের ফাঁকে নাকি রণবীর-শ্রুতি দুজনে প্রচুর আড্ডা দিয়েছিলেন ৷ এমনকী, সম্প্রতি এক রেস্তোরাঁয় দু’জনকে ডিনার করতেও দেখা গিয়েছে৷






(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এজেড)