logo ১৯ এপ্রিল ২০২৫
নতুন বিতর্কে অভিজিৎ
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪১:৫৮
image



বিতর্ক যেনো পিছু ছাড়ছে না ভারতের গায়ক অভিজিৎ এর। নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। পরিচালক করণ জোহর ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে নিয়ে অভিজিৎ একটি বিতর্কিত মন্তব্য করেন টুইটারে। আর এরপরেই ছড়ায় চাঞ্চল্য৷ উরি হামলার তীব্র সমালোচনা করেছেন বলিউডি গায়ক অভিজিৎ৷ আর এই জঙ্গি হামলা নিয়েই টুইটারে সমালোচনা করে বসলেন, পরিচালক করণ জোহর ও অভিনেতা ফাওয়াদ খানকে।






অভিজিৎ টুইটে লেখেন,‘বলিউড এখন সমকামী পরিচালকে ভরে গিয়েছে৷ তারা এখন পাকিস্তান থেকে পাঠান বয়ফ্রেন্ড নিয়ে আসছে ৷’ তিনি আরও লেখেন যে, ‘জোহর, ভাট, সুপারস্টার খানজাদারা আসলে ভিসার দালাল ৷’ 






তিনি  টুইটে রীতিমতো কটাক্ষ করলেন পাকিস্তান থেকে আসা বলিউডি অভিনেতাদের। 






তিনি লিখলেন, ‘আমি এদের শুধু বয়কট করতে বলছি না। এদের দেশ থেকে বের করে দেওয়ার কথা বলছি৷’






শুধু তাই নয়, অলিম্পিকের সময়, শোভা দের টুইট নিয়ে সমালোচনা করে অভিজিৎ ট্যুইট করেন, ‘নিলর্জ্জ বুড়ি ৷ নিজের দেশ ও নিজেরে দেশের সন্তানদের নিয়ে সমালোচনা করছে’।






অভিজিতের এই টুইট দেখে সোনম কাপুর ট্যুইট করেন,‘আপনি ভীষণ বড় ঠগ !’আর এই  টুইট থেকেই শুরু হয় ঝামেলা৷ সোনমের টুইটারে জবাবে বলেন, ‘সোনম আমরা সবাই হিপোক্রিট। তা ফিল্মি পরিবার হোক বা পেজ থ্রি৷ আমাদের খেলোয়াড় নিয়ে, আমাদের গর্বিত হওয়া উচিত৷’এর উত্তরে ফের সোনম লেখেন ‘হিপোক্রিট হওয়ার জন্যও একটা ক্লাস থাকা দরকার!’এর আগে এক মহিলা সাংবাদিককে অশোভন কথা বলায় বিতর্কে এসেছিলেন অভিজিৎ৷ তা নিয়ে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছিল মহিলার তরফ থেকে।






(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এজেড)