logo ১৯ এপ্রিল ২০২৫
হলিউডকে বর্ণবিদ্বেষী বললেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৪:২৭
image



হলিউডকে বর্ণবিদ্বেষী বললেন হ্যারি পটার খ্যাত অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। তিনি বলেন, ‘হলিউড বর্ণবিদ্বেষী, এটা অস্বীকার করার কোনও জায়গা নেই।’






ড্যানিয়েলের মতে, এ ব্যাপারে হলিউড এখনও অনেকটাই পিছিয়ে।






হলিউডে এখনও চামড়ার রঙের ভিত্তিতে ভাল-মন্দের বিচার হয় কি না, জানতে চাওয়া হয়েছিল ড্যানিয়েলের কাছে। জবাবে তিনি বলেন, ‘ হ্যাঁ, এটা তো অস্বীকার করা যাবে না। হলিউড নিজেকে প্রগতিশীল ইন্ডাস্ট্রি বলে দাবি করে। কিন্তু যে জায়গাগুলোয় সমস্যা ছিল, সেখানে এখনও পিছিয়ে আমরা,’ ‘অস্কার্স সো হোয়াইট’ বিতর্ক নিয়ে তিনি বলেন, ‘‘কী দারুণ পারফরম্যান্স দেখলাম অস্কারে! অথচ অনেকেই প্রাপ্য সম্মানটুকু পেলেন না। পরিচিতিও না।’






(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজেড)