জোলির সিদ্ধান্তে মর্মামত ব্র্যাড পিট
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩১:৩৪
সংসার ভেঙে যাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের। তবে ব্র্যাড পিট বা অ্যাঞ্জেলিনা জোলি কারও প্রতিক্রিয়া সে ভাবে মেলেনি। জোলির আইনজীবী শুধু জানিয়েছেন, পারিবারিক স্বাস্থ্যের জন্য এই সিদ্ধান্ত। এ ব্যাপারে জোলি মন্তব্য করবেন না।
তবে একটি মার্কিন পত্রিকায় আজ ব্র্যাড পিটের বিবৃতি ছাপা হয়েছে। তাতে তিনি বলেছেন, ‘গোটা বিষয়টিতে আমি খুবই দুঃখিত। কিন্তু আমাদের সন্তানদের ভাল থাকাটাই এখন সব চেয়ে জরুরি। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, এই কঠিন সময়ে ওদের জন্য আর অসুবিধে তৈরি করবেন না।’
কিন্তু কাল যে পত্রিকা অ্যাঞ্জেলিনার বিবাহবিচ্ছেদের খবর প্রথম ফাঁস করেছিল, তাদের আবার দাবি, বাচ্চাদের দেখভালের ক্ষেত্রে যৌথ দায়িত্বের জন্য লড়াই করবেন বলে জানিয়েছেন ব্র্যাড। অ্যাঞ্জেলিনা সে দায়িত্ব একাই নিতে চান বলে জানিয়েছিলেন আইনজীবীকে।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজেড)