logo ১৯ এপ্রিল ২০২৫
পাকিস্তানিদের গান শোনাবেন না কুমার শানু
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৫:৩২
image




পাকিস্তানে গান গাইতে যাচ্ছেন না ভারতের সংগীতশিল্পী কুমার শানু। ভারতের উরিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সফর বাতিল করলেন তিনি। ২৬ সেপ্টেম্বর পাকিস্তানে তার অনুষ্ঠান করার কথা ছিল।



এ নিয়ে কুমার শানু বলেছেন, ‘আমি দেশ এবং সেনাবাহিনীকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। সেই কারণেই উরি হামলার পরিপ্রেক্ষিতে ২৬ তারিখের অনুষ্ঠান বাতিল করে দিয়েছি।’



উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে জঙ্গি হামলায় ভারতের ১৮ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এই হামলার পর থেকেই ভারতের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। সেই তালিকায় যুক্ত হল কুমার শানুর নাম। তিনি বলেছেন, ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা না হয়, তা নিশ্চিত করার জন্য দেশকে শক্তিশালী করতে হবে।



(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজেড)