logo ২০ এপ্রিল ২০২৫
‘হুইসেল কুইন’ অবন্তীর অদ্ভুত যত বাদ্যযন্ত্র
আসাদুজ্জামান, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৫:৪৬
image



নেই সনাতন কোনো বাদ্যযন্ত্র। নেই হারমোনিয়াম, বেহালা কিংবা বাঁশির সুর। কিন্তু হাতের কাছে আছে এক টুকরো ফয়েল পেপার, দুটি প্লাস্টিকের গ্লাস আর একটি ধাতব মুদ্রা। জানা থাকলে এগুলো ব্যবহার করেই বাদ্যযন্ত্রের মত শব্দ করা যায়। সেটিই করে দেখালেন অবন্তী দেব সিঁথী।






সঙ্গে তার মোহময়ী কণ্ঠে গান। সঙ্গে ছিল তার শীষ। সব মিলিয়ে মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা। আর তাতেই মজলো হাজারো শ্রোতা। শ্রাবন্তী গাইলেন কুমার বিশ্বজিতের গাওয়া জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার...সেখানেই বসন্ত আমার।’






গানের পাশাপাশি তার অসাধারণ শীষের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে অবন্তী সিঁথীর নাম হয়ে গেছে ‘হুইসেল কুউন’। ফেসবুকের কল্যাণে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে রয়েছেন।






ফেসবুক ও ইউটিউবে ‘হুইসেল কুইন’ এর বেশ কয়েকটি গান সাড়া ফেলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে পড়াশোনার পাট চুকিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন অবন্তী।






ছোট বেলা থেকেই গান পাগল অবন্তী। তার গানের গলাটা মুগ্ধ হওয়ার মতোই। ক্লোজআপ-ওয়ান প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন তিনি। তবে সঙ্গীত নিয়ে গতানুগতিক ধারণায় বিশ্বাসী নন এই তরুণী। তার প্রমাণই পাওয়া যাচ্ছে তার গানের উপস্থাপনায়।






অবন্তী শুধু গানই গান না, তার অদ্ভূত বাজনার প্রতিভাও। হাতের কাছে তিনি যা পান তাই দিয়েই গান গেয়ে থাকেন।






ইউটিউবে অবন্তীর গানের শ্রোতার অভাব নেই। গান শুনে প্রশংসাও করছেন তারা। সজীব কর্মকার নামের একজন ইউটিউবে লিখেছেন, ‘আপু অনেক সুন্দর হয়েছে। সত্যি হৃদয় ছুঁয়ে গেছে।






জুয়েইরিযাহ মউ লিখেছেন, ‘বাহ দারুণ আপনি!!!সাউন্ড ডিজাইন নিজে নিজেই করেন?






সোনিয়া লিখেছেন, ‘একটা মানুষের এতো গুণ কিভাবে থাকে?’






হাসান ইকবাল লিখেছেন, একদিন আপনাকে নিয়ে আমরা গর্ব করবো।






(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজেড)