৫০ পর্বে ‘ফুল আর কাঁটা’
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৬:৪৪
ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফুল আর কাঁটা’ ৫০ পর্বে পৌঁছে গেছে। নাটকটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়।
আগামীকাল ২১ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটি নাটকটির ৫০ তম প্রচার হবে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, হাসান ইমাম, ডলি জহুর, শম্পা রেজা, ডা. এজাজ, এরফান সাজ্জাদ, মৌরী সেলিম, অভি, নওশীন প্রমুখ।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজেড)