অভিনয়ে ফিরলেন মাহি
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৫:৫৪
বিয়ের পর অভিনয় থেকে ছু্টি নিয়েছিল। দীর্ঘ চার মাস তার দেখা মেলেনি। একটু আধটু কাজ করেছেন বৈকি! কিন্তু সেগুলো পুরনো শিডিউলে। নতুন কোনো হাতে হাত দেননি মাহি।
অবশেষে অভিনয়ে ফিরলেন মাহিয়া মাহি। হারজিৎ নামের একটি সিনেমায় অভিনয় শুরু করলেন। আজ বুধবার রাজধানীর উত্তরায় সিনেমাটির মহরত এবং শুটিং শুরু হয়। সিনেমাটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।
হারজিৎ সিনেমায় মাহির বিপরীতে এই প্রথমবারের মত দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে। সিনেমাটিতে মাহির চরিত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক প্রতিবাদী তরুণীর। অন্যদিকে সজলকে দেখা যাবে দায়িত্বশীল পুলিশ অফিসারের।
এই সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমীও।
পরিচালক জানান, দি অভি কথাচিত্র প্রযোজিত ‘হারজিৎ’-এর মূল চরিত্রে মাহি ও সজল অভিনয় করলেও সানি-মৌসুমীর চরিত্র বেশ গুরুত্বপূর্ণ। এতে আরও আছেন আলেকজান্ডার বো, দুলারী, আফজাল শরীফ প্রমুখ।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজেড)