logo ২০ এপ্রিল ২০২৫
মুক্তি পেল জিৎ-শুভশ্রীর অভিমান এর ট্রেলার (ভিডিও)
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১০:১৯
image



মুক্তি পেল জিৎ-শুভশ্রী এবং সায়ন্তিকা অভিনীত অভিমান সিনেমার ট্রেলার। ইউটিউবে ট্রেলারটি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী।






সারদীয় পুজায় সিনেমাটি কলকতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।






এই সিনেমার শুটিং হয়েছে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে এবং ইওরোপের বিভিন্ন লোকেশনে। ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে এই ছবির দুইটি সং সিকোয়েন্সের ভিডিও। সোনু নিগমের কণ্ঠে ‘সঁইয়া’ এবং শান-শ্বেতার কণ্ঠে ‘মন বেচারা ছন্নছাড়া’— এই দু’টি গান যে অসম্ভব জনপ্রিয় হয়েছে তা ঠিক বলা যায় না কারণ দু’টি গানের একটিরও ইউটিউব ভিউ এখনও পর্যন্ত ১০ লক্ষ ছাড়ায়নি।






সিনেমাটির অফিসিয়াল ট্রেলার মুক্তির দু’দিনেই প্রায় দু’লক্ষ দর্শক এটি দেখেছেন।






(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজেড)